শুক্রবার (৩১ মার্চ) সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের চান্দাইকোনা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, ঢাকার গাবতলী থেকে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন ওই ১০ শ্রমিক। পথে খাবারের মধ্যে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অজ্ঞান করার পর তাদের সর্বস্ব লুটে নিয়ে চান্দাইকোনা এলাকায় ফেলে পালিয়ে যায় ওই ট্রাকের চালক-হেলপার।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল গিয়ে ওই ১০ শ্রমিককে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও সাতজন এখনো অচেতন রয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/আরএ