শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার ধানগড়া ইউনিয়নের রৌহা দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ইয়াসমিন ওই গ্রামের আব্দুল গণির মেয়ে এবং রৌহা এইচ জি বি এল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম বাংলানিউজকে জানান, তুচ্ছ ঘটনার জের ধরে বড় ভাইয়ের সঙ্গে অভিমান করে বৃহস্পতিবার (৩০ মার্চ) গভীর রাতে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ইয়াসমিন। শুক্রবার সকালে স্থানীয়রা তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/