বৃহস্পতিবার (৩০ মার্চ) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজিত ‘স্বাধীনতার ৪৭ বছরে প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
খন্দকার ইব্রাহিম বলেন, আমরা তো এমন বাংলাদেশ চাইনি।
তিনি বলেন, ইসলামাবাদ, দিল্লি, ওয়াশিংটনের কু-দৃষ্টি আমাদের ওপর বারবার পড়ছে। আর আমরা আমাদের ইজ্জত, স্বাধীনতা, সম্ভ্রম রক্ষা করতে পারছি না। এটা রক্ষা করতে হলে মানুষের মধ্যে চেতনা বৃদ্ধি করতে হবে। বাঁচতে হলে বাঁচার মত বাঁচো।
মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সভাপতি ইকতেদার আহমেদের সভাপতিত্ব সেমিনারে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, সংস্থার সাধারণ সম্পাদক অধ্যক্ষ এ এম মুনিরুজ্জামান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এএম/টিআই