এ সড়কপথে দু’টি ফ্লাইওভারজুড়ে রাতে এখন থাকে আলোর ঝলকানি। আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) পর্যন্ত এ বর্ণিল সাজ থাকবে।
প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে সড়কপথে স্মরণকালে সবচেয়ে বেশি সাজ-সজ্জার করেছে ‘ভিনাইল ওয়ার্ল্ড’ গ্রুপ। সঙ্গে অন্যান্য সৌন্দর্য বর্ধন সংশ্লিষ্ট কাজে অর্থায়নে সম্পৃক্ত রয়েছে ‘খান বাহাদুর গ্রুপ’ ও ‘আমান সিমেন্ট’।
ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ আগে থেকে বিমানবন্দর সড়কের সৌন্দর্য বর্ধন কাজে নিয়োজিত। গ্রুপটির নিজস্ব অর্থায়নে দেশের প্রথম ডিজিটাল সড়কে রূপ নিচ্ছে বনানী-বিমানবন্দর রুট। আইপিইউ সম্মেলন উপলক্ষে এ মহাযজ্ঞ।
ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপ জানায়, ১৪ কিলোমিটার সড়কে সৌন্দর্য বর্ধনে ব্যবহার করা হয়েছে ২০ থেকে ২৫ লাখ এলইডি সড়কবাতি। রয়েছে রঙিন পতাকা ও ফেস্টুন। তিনটি ডিজিটাল যাত্রী ছাউনি থেকে আইপিইউ সম্মেলনের অতিথিদের স্বাগত বার্তা প্রদর্শন করা হবে। সঙ্গে থাকবে অতিথিদের রঙিন ছবি।
ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপের প্রধান নিবার্হী আবেদ মনসুর বাংলানিউজকে জানান, ১৩১টি দেশের ১ হাজর ৫৮০ জন বিদেশি অতিথি সড়ক পথ ধরে আইপিইউ সম্মেলনে যোগ দিতে যাবেন। তাদের স্বাগত জানাতেই বর্ণিল এ সাজ।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ১৩৬তম আন্তর্জাতিক ইন্টার আইপিইউ সম্মেলন উদ্বোধন করা হবে।
খান বাহাদুর গ্রুপের হেড অব মাকেটিং নবমিতা মমতাজ বাংলানিউজকে বলেন, ভিনাইল ওয়ার্ল্ড গ্রুপে নিঁখুত এবং সুন্দর এ কাজে সম্পৃক্ত হয়েছেন তারা। কেননা ঢাকা সিটির সৌন্দর্য এখন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এটি দেশের ভাবমূতি উজ্জ্বল করতে ভূমিকা রাখবে।
আমান সিমেন্টের পরিচালক (প্রশাসন) তানভীর হাসান বাংলানিউজকে জানান, এত বড় একটা ইভেন্ট বাংলাদেশে হচ্ছে, যেখানে আমাদের উদ্দেশ্য বিদেশি অতিথিদের কাছে আমাদের সড়ক সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করা হয়। একই সঙ্গে আমাদের সিমেন্ট ব্রান্ডের সঙ্গে পরিচিত করানো।
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসএ/টিআই