ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বকেয়া বেতন-কারখানা খোলার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বকেয়া বেতন-কারখানা খোলার দাবিতে মানববন্ধন বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা-ছবি: বাংলানিউজ

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়ক সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্পের ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন শ্রমিকরা।
 
ভুক্তভোগী শ্রমিকরা জানান, ২০১৬ সালের ডিসেম্বরে আশুলিয়ার  চারাবাগ এলাকায় প্রায় তিনশ’ শ্রমিক নিয়ে খায়া তাইগা (জে.ভি) বাংলাদেশ লিমিটেড নামে কারখানাটি চালু হয়।

এরপর এক মাসেরবেতন পরিশোধ করলেও আরো দুই মাসের বেতন পরিশোধ করতে পারেননি কর্তৃপক্ষ।

শ্রমিকরা এজন্য তাগাদা দিলেও নানা টালবাহানা করে আসছিলেন  কারখানার পরিচালক আব্দুর রহমান রাজ্জাক ও ব্যবস্থাপনা  পরিচালক খান মোহাম্মদ ইকবাল।

সর্বশেষ দশদিন আগে বেতন পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ। ওই দিন থেকে এখনও কারখানা তালাবদ্ধ রেখে লাপাত্তা হয়েছেন  মালিকপক্ষ।

তাই অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ কারখানা  খুলে দেওয়া না হলে অন্যান্য শ্রমিকদের নিয়ে বৃহৎ আন্দোলন গড়েতোলা হবে বলেও জানান শ্রমিকরা।

শিল্প পুলিশ-১ এর ভারপ্রাপ্ত পুলিশ সুপার কাওছার শিকদার  জানান, নতুন চালু হওয়া কারখানাটির মালিকপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে পলাতক রয়েছেন। এ জন্য পাওনা বুঝিয়ে পেতে  শ্রমিকদের শ্রম আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।