শুক্রবার (৩১ মার্চ) দুপুরে র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।
রাজু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকার বাসিন্দা।
মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে র্যাবের একটি টিম বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ফরিদুপর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে পুলিশের পোশাক পরে রাজু মোল্লা বসে ছিলেন। রাজুর গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আসল পুলিশ নয় বলে স্বীকার করেন।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি