ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে ভুয়া এসআই আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
রাজবাড়ীতে ভুয়া এসআই আটক রাজবাড়ীতে ভুয়া এসআই আটক

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের গোয়ালন্দ মোড়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে রাজু মোল্লা নামে পুলিশের এক ভুয়া উপ-পরিদর্শককে (এসআই) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের ২নং কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য জানান।
 
রাজু রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জামতলা এলাকার বাসিন্দা।

বর্তমানে তিনি ফরিদপুর জেলা সদরের ঝিলটুলি এলাকায় থাকেন।

মো. রইছ উদ্দিন জানান, বৃহস্পতিবার (৩০ মার্চ) রাত ১০টায় রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে র‌্যাবের একটি টিম বিভিন্ন পরিবহনে তল্লাশি চালায়। এ সময় ফরিদুপর থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাসে পুলিশের পোশাক পরে রাজু মোল্লা বসে ছিলেন। রাজুর গতিবিধি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি আসল পুলিশ নয় বলে স্বীকার করেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।