ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
মান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় ট্রাক-মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ভ্যানের সংঘর্ষে আবদুল করিম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ ৬ জন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাতে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উপজেলার সাতবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবদুল করিম উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সতিহাট থেকে ভ্যানে করে রাত ১০টার দিকে আবদুল করিম বাড়ি ফিরছিলেন। পথে সাতবাড়িয়ায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে  মাইক্রোবাসটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়।

এতে ভ্যানটি উল্টে গেলে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান এবং আবদুল করিম ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

আহতদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।