ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ীকে হত্যা

আসামিদের গ্রেফতারের দাবিতে মিছিল-সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আসামিদের গ্রেফতারের দাবিতে মিছিল-সমাবেশ

আশুলিয়া, সাভার: ব্যবসায়ী আব্দুর রহিম মণ্ডল হত্যাকাণ্ডের ঘটনায় খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে আশুলিয়ার নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নয়ারহাট বাজারের সহস্রাধিক ব্যবসায়ী অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মণ্ডলকে বুধবার (২৯ মার্চ) প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে। এ ঘটনায় স্থানীয় এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হলেও হত্যাকাণ্ডের মূল হোতা ও মামলার প্রধান আসামি পাথালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে এখনো গ্রেফতার করা হয়নি।

সমাবেশে বক্তারা অবিলম্বে প্রকৃত খুনিকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তারা। ব্যবসায়ীরা এ হত্যাকাণ্ডের ঘটনায় দিনব্যাপী নয়ারহাট বাজারের সব দোকান-পাট বন্ধ রাখার ঘোষণা দেন।

এসময় উপস্থিত ছিলেন-নয়ারহাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শওকত হোসেন সাকো, সহ সভাপতি আব্দুল আজিজ ভুলু, লোকমান হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।