শুক্রবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে ঘুমধুম সীমান্ত এলাকায় পুলিশের ব্যারাকে এ ঘটনা ঘটে। তুষারের বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে।
নিহত কনস্টেবলের সহকর্মীরা বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে তুষার “আত্মহত্যা” করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কারণ বেশ কিছু দিন ধরে তিনি বিষন্নতায় ভুগছিলেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির বাংলানিউজকে জানান, নিজের মাথায় রাইফেল ঠেকিয়ে গুলি করলে ঘটনাস্থলেই মারা যান তুষার। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেওয়া হয়।
বান্দরবানের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বাংলানিউজকে জানান, নিহত কনস্টেবলের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তবে কি কারণে তিনি “আত্মহত্যা” করেছেন সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরবি/