শুক্রবার (৩১ মার্চ) দুপুরে র্যাব-১৪ থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আটকরা হলেন- সোহেল রানা (২৫), মোফাজ্জল হোসেন (৩০) ও বাদশা মিয়া (৩৫)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে উপজেলার দেওখোলা বাজার এলাকায় সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেবের নেতৃত্বে অভিযান চালিয়ে দেশীয় পাইপগান, গুলি, ছুরি ও লোহার রডসহ তাদের আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমএএএম/আরআইএস/এএ