ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট স্টাফ রোডের দক্ষিণ পাশে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রবিউল্লাহ বাংলানিউজকে জানান, কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তি মারা যান।
তার নাম ও ঠিকানা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এজেডএস/আরআইএস/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।