শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আন্ডারচর ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের ডিম ব্যাপারী বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মনিজা খাতুন উপজেলার আন্ডারচর ইউনিয়নের চর কাউনিয়া গ্রামের মৃত আবদুল খালেকের স্ত্রী।
আহতরা হলেন, নিহত মনিজা খাতুনের মেয়ে নুরজাহান বেগম (৩০), ছেলে মোখলেছুর রহমান (৩৫) ও আবুল কালাম (২৬)। এদের মধ্যে আবুল কালামের অবস্থা আশঙ্কাজনক। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মনিজা খাতুনের জামাতা (মেয়ের স্বামী) ফারুক বাংলানিউজকে জানান, মনিজার সঙ্গে তার ছোট ছেলে আবুল খায়েরের শ্বশুর আবদুর রবের বাড়ির পাশের ২৮ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলাও বিচারাধীন ছিল। গত সপ্তাহে মামলার রায় মনিজা খাতুনের পক্ষে যায়। এতে ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকালে আবদুর রব ৮-১০ জন বহিরাগত সন্ত্রাসী নিয়ে অতর্কিতে মনিজার বসতঘরে হামলা চালিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকে।
এসময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে তার এক মেয়ে ও দুই ছেলেকেও কুপিয়ে ও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মনিজা খাতুনকে মৃত ঘোষণা করেন।
সুধারাম থানার ওসি (তদন্ত) সায়েদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় এক নারী নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ