শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, সিলেটে জঙ্গি আস্তানার বাইরে বিস্ফোরণের ঘটনার সূত্র ধরে মৌলভীবাজারের সন্ধান।
জঙ্গিবাদের উৎস সম্পর্কে তিনি বলেন, কারা ঘটাচ্ছে, কারা করছে আমাদের এই উৎসগুলো খুঁজতে হবে। তাদের অর্থদাতাদের খুঁজে বের করতে হবে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, আমরা এখন এক রকম যুদ্ধের মধ্যে আছি। দেশে জঙ্গিদের দমন না করা পর্যন্ত থামবো না। আমাদের এসব অভিযান চলবে।
‘জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযানে আমরা যাকে হারিয়েছি তার ক্ষতি পূরণীয় নয়’, বলেও মন্তব্য করেন বেনজীর।
এর আগে বাদ জুমা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় জামে মসজিদে লে. কর্নেল আবুল কালাম আজাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নিয়ে যাওয়া হয় সবশেষ কর্মস্থল র্যাব সদর দফতরে। সেখানে অনুষ্ঠিত দ্বিতীয় জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
বনানীতে সমাহিত হলেন লে. কর্নেল আজাদ
আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ ঘটায় মৌলভীবাজারের জঙ্গিরা
সবাইকে বাঁচাতে গিয়েই বিস্ফোরণে ছিটকে পড়েন আজাদ
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরএটি/আইএ