ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে আগুনে পুড়লো ৫ দোকান

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বদরগঞ্জে আগুনে পুড়লো ৫ দোকান আগুনে পোড়া দোকান। ছবি: বাংলানিউজ

রংপুর: রংপুরের বদরগঞ্জ উপজেলায় আগুনে পুড়ে গেছে ৫টি দোকান। শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার মধুপুর ইউপির বোর্ডঘর এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা ব্যবসায়ীরা হলেন- আ. হামিদ, মোতালেব হোসেন, নিখিল চন্দ্র, নিয়ামাল হোসেন, সিদ্দিক আলী।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সিদ্দিক আলী বাংলানিউজকে বলেন, ৫টি দোকানের কোনো কিছুই বের করা সম্ভব হয়নি।

সব পুড়ে ছাই হয়ে গেছে। আমরা সর্বশান্ত হয়ে গেছি।

এ অগ্নিকাণ্ডে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও দাবি করেন এ ব্যবসায়ী।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার গোলজার হোসেন  বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।