প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ-সভাপতি ও শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম।
বাংলাদেশ ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি জান্নাতুস সাফা শাহীনুরের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান তারিকুন বেগম লাবুন, শহর মহিলা লীগের আহ্বায়ক খ্রিস্টিনা লাভলী দাস, বাংলাদেশ ইউমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশিক্ষক (ফ্যাশন ডিজাইন) সাবা নররীন পলি, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলেয়া বেগম স্বপ্না, বিডাব্লিউসিসিআই’র সদস্য শিখা সরকার, নাজমা বেগম, রাশেদা বেগম, বিডাব্লিউসিসিআই’র সদস্য ও প্রশিক্ষক (বিউটিফিকেশন) তামান্না, তানিয়া, নেহা পারভীন, মেহের সুলতানা, অঞ্জলী বুটিকস’র স্বত্বাধিকারী সপ্না দাস মৌ, সোনার তরী বুটিকস’র স্বত্ত্বাধিকারী ফারহা দিবা প্রমুখ।
অনুষ্ঠান শেষে প্রশিণার্থীদের মাঝে সনদপত্র তুলে দেন অতিথিরা।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমজেএফ/