ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি নেই

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আইনশৃঙ্খলা বাহিনীর কোনো গাফিলতি নেই কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, ছবি: জিএম মুজিবুর

ঢাকা: দেশে জঙ্গিবিরোধী অভিযানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেনছেন, এতে তাদের কোনো গাফিলতি নেই।

মন্ত্রী বলেন, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের মৃত্যু একটি দুর্ঘটনা। অভিযানে কাজ করতে গিয়ে তিনি মারা গেছেন।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরায় র‌্যাব হেডকোয়ার্টারে আজাদের জানাজা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক আছে। অভিযানে তারা সতর্কতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল ইসলাম, র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:
বনানীতে সমাহিত হলেন লে. কর্নেল আজাদ
আতিয়া মহলের বাইরে বিস্ফোরণ ঘটায় মৌলভীবাজারের জঙ্গিরা
সবাইকে বাঁচাতে গিয়েই বিস্ফোরণে ছিটকে পড়েন আজাদ

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।