ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

‘অপারেশন স্ট্রাইক আউট’ সমাপ্ত, সন্ধ্যায় ব্রিফিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
‘অপারেশন স্ট্রাইক আউট’ সমাপ্ত, সন্ধ্যায় ব্রিফিং ‘অপারেশন স্ট্রাইক আউট’ সমাপ্ত/ছবি: বাংলানিউজ

কুমিল্লা: প্রায় ৬ ঘণ্টা পর শেষ হলো কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণের কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানার অভিযান ‘অপারেশন স্ট্রাইক আউট’। শুক্রবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করে অভিযানস্থল থেকে বের হয়ে যায় কাউন্টার টেরোরিজম ইউনিট ও সোয়াট টিমের সদস্যরাসহ যৌথ বাহিনী।  

তবে ওই আস্তানা থেকে উদ্ধার হওয়া বিস্ফোরক ও ‘শক্তিশালী’ বোমা নিস্ক্রিয় করার কাজ করছে ডিসপোজাল ইউনিট।  

এদিকে অভিযান সম্পর্কে সন্ধ্যায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ে ব্রিফিং করা হবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দতা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুরুল আলম।

 

দুপুরে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম জানিয়েছিলেন, ধারণা করা হচ্ছে কুমিল্লার ওই আস্তানায় কোনো জঙ্গি নেই, তবে বিস্ফোরক রয়েছে।

কুমিল্লা মহানগরীর সদর দক্ষিণ উপজেলার ২৪ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকায় গন্ধমতি গ্রামে জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ শুরু হয় বেলা সোয়া ১১টায়।

অভিযান শুরুর আগে ওই আস্তানার আশেপাশের প্রায় ২ কি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সন্ধান পাওয়ার পর গত তিনদিন ধরে বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম ইউনিট।

কাউন্টার টোরোরিজম ইউনিট ও যৌথ বাহিনীর সঙ্গে অভিযানে র‌্যাবের ৪টি টিমও ঘটনাস্থলে পৌঁছে। এক পর্যায়ে বেলা সাড়ে ১২টা ও দুপুরে ওই এলাকায় ব্যাপক গুলির শব্দ পাওয়া যায়।

তারও আগে জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে স্থানীয়দের সতর্ক করে মাইকিং করা হয়। শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টার পর সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুপালী মন্ডলের নির্দেশে এ মাইকিং করা হয়।

আরও পড়ুন
**‘কুমিল্লার আস্তানায় জঙ্গি নেই, রয়েছে বিস্ফোরক’
** কুমিল্লার জঙ্গি আস্তানায় গুলির আওয়াজ

**কুমিল্লায় জঙ্গি আস্তানায় ‘অপারেশন স্ট্রাইক আউট’
**কুমিল্লায় জঙ্গি আস্তানায় অভিযান শুরু
**কুমিল্লার জঙ্গি আস্তানার ২ বর্গকিমি. জুড়ে ১৪৪ ধারা
**কুমিল্লায় জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও
**আটক ব্যক্তির তথ্যে কুমিল্লায় জঙ্গি আস্তানা ঘেরাও

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আইএজে/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।