ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ২০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ২০ বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ২০-ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বরিশাল-পটুয়াখালী সড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ১৮ জনকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন, অভিধান চন্দ্র সেন (৩০), জুয়েল (২৫), মুকুল (৩০), বাবুল (২০), মিতু (৮), আমেনা (৮০), স্বপন (৪৫), জসীম (৪৭), জাহিদ (১৯), রাবিক (১৯), শিমুল সিকদার (৫৮), বাদল হোসেন (২৬), রাসেল (২২), রিপন সিকদার (২২), লিমা (১৫), সুমন সিকদার (১৯), নূরজাহান (৩০) ও মোহাম্মদ আলী (৩০)।

আহতরা জানান, বাসটি পটুয়াখালী থেকে বরিশালের দিকে আসছিল। পথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আসা মাত্র চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন; পরে পাশের যাত্রীছাউনিতে গিয়ে ধাক্কা লাগে। এসময় বাসটি সেখানেই উল্টে যায় এবং ২০ জন আহত হন।

বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফারুক হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

আহত ১৮ জনকে সার্জারি ও অর্থোপেডিক ইউনিটে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডা. এস এম সিরাজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমএস/এএটি/আইএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।