দেশের মানুষ জঙ্গিবাদ চায় না, সন্ত্রাস চায় না, হরতাল চায় না। তারা বুঝতে শিখেছে বর্তমান সরকার তাদের ভাগ্যোন্নয়নে কাজ করছে।
শুক্রবার (৩১ মার্চ) রাজশাহীর শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘সুবর্ণ জয়ন্তী’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে অব্যাহত রাখতে আগামী প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। ত্রিশ লাখ শহীদ ও অসংখ্য মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা বিরোধী মহল আমাদের সঠিক ইতিহাস জানতে দেয়নি। তারাই আজ জঙ্গি ও সন্ত্রাসবাদে জড়িত।
অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশ্য করে শাহরিয়ার আলম বলেন, আপনার সন্তানকে চোখে চোখে রাখতে হবে। তারা কখন কী করে, কোথায় যায়, খারাপ কোনো কাজে জড়িয়ে পড়ে কি না তা আপনাকেই নজর রাখতে হবে।
তিনি আরও বলেন, একটা সময় ছিল যখন বাংলাদেশে গরিব মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়ালেখা করতে পারেনি। কিন্তু অর্থের অভাবে যাতে একটি শিশুও পড়ালেখা থেকে বঞ্চিত না হয় সে জন্য প্রধানমন্ত্রী বৃত্তি, উপবৃত্তি, শিক্ষা সহায়তা, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছে। ১ জানুয়ারিতে ৩৬ কোটি নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দিতে পেরেছেন। শিক্ষা ছাড়াও সরকার প্রতিটি ক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। তা নষ্ট হতে দেওয়া যাবে না।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ সময় শিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের জন্য নিজস্ব তহবিল থেকে ১০ লাখ টাকা অনুদানের ঘোষণা দেন। এছাড়া অনুষ্ঠানে আমান গ্রুপ ১০ লাখ টাকা ও আইসিবি কোম্পানির পক্ষ থেকে স্কুলে তিন লাখ টাকা অনুদান দেওয়া হয়।
বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি স্কুল থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে শেষ হয়।
সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক ড. মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিজাম উল আযীম, রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. সারোয়ার জাহান সজল, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আমান গ্রুপের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম, আইসিবির ম্যানেজিং ডিরেক্টর ইফতেখার-উজ-জামান, শিরোইল স্কুলের প্রধান শিক্ষক মোহা. আব্দুর রশীদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসএস/আরআইএস/এমজেএফ