ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আগৈলঝাড়ায় গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

বরিশাল: বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের বাটরা গ্রামে গাছ কাটতে গিয়ে গাছ চাপায় মঙ্গল বৈদ্য নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটলে দুপুরে তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, সকালে মঙ্গল বৈদ্য গাছ কাটছিলেন।

এ সময় গাছের একটি  ডালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মঙ্গল বৈদ্য। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

পরে সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমএস/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।