শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার সফরের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হবে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী তথ্য কর্মকর্তা ওয়াজির উদ্দীন আহমেদ এ তথ্য জানান।
ঢাকায় পৌঁছানোর পর ভারতীয় সেনাপ্রধান হোটেল রেডিসনে অবস্থান করছেন। শিখা অনির্বাণে পুস্পস্তবক অর্পণের পর সকাল ৭টা ৪৫ মিনিটে সেনাকুঞ্জে ভারতীয় সেনা প্রধানকে গার্ড অব অনার দেওয়া হবে।
এরপর সকাল ৮টায় বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন তিনি।
এছাড়া বিকেল তিনটায় গণভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে ভারতীয় সেনাপ্রধানের।
শুক্রবার (৩১ মার্চ) সকাল সাড়ে নয়টায় বিশেষ বিমানে করে বিপিন রাওয়াতসহ ছয় সদস্যের প্রতিনিধিদল ঢাকায় এসে পৌঁছায়। বিমান বাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটিতে তাদের অভ্যর্থনা জানান সেনাবাহিনীর লজিস্টিকস এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান।
চলতি বছরের ১ জানুয়ারি সেনাবাহিনীর প্রধান হওয়ার পর রাওয়াতের এটিই প্রথম বিদেশ সফর। তার এ সফর দু’দেশের মধ্যে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সফর বিনিময়ের একটি অংশ।
২০১৫ সালে বাংলাদেশের সেনাপ্রধান বেলাল মোহাম্মদ শফিউল হক ভারত সফর করেন। বাংলাদেশের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরাও ২০১৬ সালে ভারত সফর করেন। ওই বছরেই ভারতের বিমানবাহিনী ও নৌবাহিনী প্রধানরা বাংলাদেশ সফর করেন।
**তিনদিনের সফরে ঢাকায় ভারতের সেনাপ্রধান
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
পিএম/এএটি/এমজেএফ