শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।
মনিরুল জানান, ওই বাড়িটিতে অনেকগুলো কামরা রয়েছে এবং আরেকটি ভবন নির্মাণাধীন।
![অপারেশন ‘ম্যাক্সিমাস’ শনিবার সকাল পর্যন্ত স্থগিত-ছবি: দীপু মালাকার](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/maxmax-inner20170331203624.jpg)
বাড়িটিতে কতজন জঙ্গি রয়েছে তা অনুমান করা যাচ্ছে না, তবে একাধিক জঙ্গির অস্তিত্ব পাওয়া গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এএ
জঙ্গি আস্তানায় বিস্ফোরণ, পুলিশ সদস্য আহত
** বড়হাট আস্তানায় সোয়াট
**বড়হাট আস্তানায় রাতে রেকি, সকালে সোয়াটের অভিযান
** কী হয় বড়হাটে, অপেক্ষায় সবাই
**নাসিরপুরের আস্তানায় ৭-৮ জঙ্গির ছিন্নভিন্ন মরদেহ
** বড়হাটে থেমে থেমে গুলির শব্দ
** নাসিরপুরে সোয়াটের চূড়ান্ত হানা, গুলি-বোমার শব্দ
** জঙ্গি নিকাশে নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ এ সোয়াট
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** মৌলভীবাজারে অভিযানস্থলে র্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই
**নাসিরপুরে ‘অপারেশন হিটব্যাক’ শেষের পথে, তল্লাশি চলছে
**নাসিরপুরে অভিযান প্রায় শেষ, আস্তানা তল্লাশিতে সোয়াট
**খারাপ আবহাওয়ায় বিলম্বিত বড়হাট জঙ্গি আস্তানার অভিযান
**ছবিতে ঝড়বৃষ্টিতে বিঘ্নিত ‘অপারেশন হিটব্যাক’ এর চিত্র
** নাসিরপুর অভিযান শেষ হলে বড়হাটে অভিযান, ঘটনাস্থলে মনিরুল
** জঙ্গিদের ছোড়া বোমায় প্রকম্পিত নাসিরপুর
**সমাপ্তির পথে অভিযান ‘ম্যাক্সিমাস’