ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
মাদারীপুরে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল দুই স্কুলছাত্রী

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলার ছিলারচর গ্রামে ও পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দিতে অভিযান চালিয়ে দুই স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবিদুর রহমান ও আল মামুন এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদ ইসলামের মেয়ে স্কুলছাত্রী সায়মা আক্তারের (১৭) সঙ্গে পাশের চরপুটিয়া গ্রামের বাদশা মাতুব্বরের ছেলে ইটালি প্রবাসী আতিয়ার মাতুব্বর (২৮) বিয়ের কথা ছিলো।

এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত উত্তরকান্দি গ্রামে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেন। এসময় সায়মার বাবা মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে দেবে না বলে একটি লিখিত দেন।

অন্যদিকে, সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের ছিলারচর গ্রামের তারা বেপারীর মেয়ে স্কুলছাত্রী রিমা আক্তারের (১৩) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রিমার বাবার কাছ থেকে একটি লিখিত নেন।

বিচারক মো. আবিদুর রহমান ও আল মামুন বাংলানিউজকে জানান, বাল্যবিয়ে রোধ করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রত্যেকেই এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।