শুক্রবার (৩১ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আবিদুর রহমান ও আল মামুন এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, পেয়ারপুর ইউনিয়নের উত্তরকান্দি গ্রামের সাবেক ইউপি সদস্য শহিদ ইসলামের মেয়ে স্কুলছাত্রী সায়মা আক্তারের (১৭) সঙ্গে পাশের চরপুটিয়া গ্রামের বাদশা মাতুব্বরের ছেলে ইটালি প্রবাসী আতিয়ার মাতুব্বর (২৮) বিয়ের কথা ছিলো।
অন্যদিকে, সদর উপজেলার ছিলাচর ইউনিয়নের ছিলারচর গ্রামের তারা বেপারীর মেয়ে স্কুলছাত্রী রিমা আক্তারের (১৩) বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে রিমার বাবার কাছ থেকে একটি লিখিত নেন।
বিচারক মো. আবিদুর রহমান ও আল মামুন বাংলানিউজকে জানান, বাল্যবিয়ে রোধ করতে স্থানীয় জনপ্রতিনিধিসহ প্রত্যেকেই এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি