শুক্রবার (৩১ মার্চ) সকাল ১১টায় নাটোর সদর উপজেলার ছাতনী স্মৃতিসৌধ চত্বরে বেশ কয়েকটি গাছের চারা রোপণ শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
শাহরিয়ার কবির বলেন, মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সন্তান।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের রক্তের ওপর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। জঙ্গি, মৌলবাদ ও সন্ত্রাসের রাজনৈতিক শক্তিকে পরাজিত করে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতি অব্যাহত রয়েছে। সারাবিশ্বে এই দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য রাখেন-একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় অর্থ-সম্পাদক ডা. মামুন-আল মাহতাব, কেন্দ্রীয় নেতা অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া ও ডা. মো. মুরাদ হাসান, নাটোর জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মালেক শেখ, নাটোর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল ইসলাম, জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফাজ্জ্বল হোসেন সরকার এবং মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন ও আবুল কালাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি/আরএ