শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টায় ক্যান্ট পাবলিক স্কুল সংলগ্ন নদীর ঘাট হতে তার মরদেহ উদ্ধার করা হয়।
জয় চাক ক্যান্ট পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং জেলা সদরের বালাঘাটার শৈলশোভা এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরে জয় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বিকেলে চট্টগ্রামের ডুবুরিদল নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, জয়ের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি