ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাঙ্গু নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
সাঙ্গু নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু সাঙ্গু নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

বান্দরবান: বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে জয় চাক নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল ৫টায় ক্যান্ট পাবলিক স্কুল সংলগ্ন নদীর ঘাট হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

জয় চাক ক্যান্ট পাবলিক স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং জেলা সদরের বালাঘাটার শৈলশোভা এলাকার বাসিন্দা।

তার বাবা সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত আছেন।

স্থানীয়রা জানান, দুপুরে জয় নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে বিকেলে চট্টগ্রামের ডুবুরিদল নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিক উল্লাহ বাংলানিউজকে জানান, জয়ের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।