ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

৭ খুন মামলার দণ্ডপ্রাপ্ত আসামি এএসআই হাবিব গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
৭ খুন মামলার দণ্ডপ্রাপ্ত আসামি এএসআই হাবিব গ্রেফতার

বরিশাল: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার দণ্ডপ্রাপ্ত আসামি সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে তাকে কর্মস্থল বরিশালের হিজলা নৌ-পুলিশ ফাঁড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া এলাকায়।

 সাত খুনের ঘটনার সময় নারায়ণগঞ্জ র‌্যাবে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বরিশালের হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুজ্জামান জানান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হাবিবুর রহমানকে হিজলা নৌ-ফা‍ঁড়ি থেকে গ্রেফতার করে নড়িয়া থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। সন্ধ্যায় হাবিবুরকে নিয়ে হিজলা থেকে রওনা দিয়েছে নরিয়া থানার পুলিশ।  

তিনি আরও জানান, হাবিবুর নারায়ণগঞ্জে কর্মরত অবস্থায় ৭ খুনের ঘটনা ঘটে। তিনি সেসময় র‌্যাবের কমান্ডিং অফিসার এমএ রানার দেহরক্ষী ছিলেন। ওই ঘটনায় ফতুল্লা থানায় ২০১৪ সালের ২৮ এপ্রিল একটি মামলা হয় যার নম্বর-৭৪। অপর মামলাটি হয় একই সালের ৭ মে, যার নম্বর-১১। দুটি মামলায় হাবিবুরের বিরুদ্ধে ৭ বছর ও ১০ বছর মিলিয়ে ১৭ বছরের ক‍ারাদণ্ড দেন আদালত। হাবিবুরের বিরুদ্ধে এ দুটি মামলায় সাজার পরোয়ানা থাকায় তাকে গ্রেফতার করা হয়।

সাত খুনের ঘটনায় মামলার পরে হাবিবুর পদোন্নতি পেয়ে হিজলা থানার নৌ পুলিশ ফাঁড়িতে এএসআইয়ের দায়িত্ব পালন করতেন।  

দায়িত্ব পালনের বিষয়টি হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিক নিশ্চিত করলেও তিনি কিভাবে এএসআইয়ের দায়িত্বে ছিলেন সে বিষয়ে বিস্তারিত জানতে ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগের অনুরোধ জানান।

এ বিষয়ে জানতে বরিশাল নৌ পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ  সুপার  মো. আব্দুল মেতালেবের মোবাইল নম্বরে কল করে তা বন্ধ পাওয়া যায়

জেলা পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান বিষয়টি নিয়ে বরিশাল নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে কথা বলতে বলেন।  

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায়র রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে অনুপস্থিত ছিলেন হাবিবুর রহমান।

 বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭/আপডেট ২২৩১ ঘণ্টা
এমএস/এএটি/এএ/আরআর/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।