ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দর্শনার্থীদের আগমনে জমজমাট ট্রাভেল মার্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
দর্শনার্থীদের আগমনে জমজমাট ট্রাভেল মার্ট জমজমাট ঢাকা ট্রাভেল মার্ট/ছবি: আনোয়ার হোসেন রানা

ঢাকা: দর্শনার্থী ও পর্যটকদের আগমনে জমজমাট রূপ ধারণ করেছে ঢাকা ট্রাভেল মার্ট। হ্রাসকৃত মূল্যে টিকিট, দেশ-বিদেশে আকর্যণীয় ভ্রমণ প্যাকেজসহ পযর্টকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে রিসোর্ট-হোটেল, ট্রাভেল এজেন্সি ও বিভিন্ন এয়ারলাইন্স।

শুক্রবার (৩১ মার্চ) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ট্রাভেল মার্টের ২য় দিন ঘুরে দর্শনার্থী ও পযর্টকদের উপচেপড়া ভিড় দেখা যায়।

মেলায় আগত দর্শনার্থীরা রিসোর্ট-হোটেল, পযর্টন সংস্থা ও এয়ারলাইন্সের দেওয়া প্যাকেজগুলো আগ্রহ নিয়ে দেখছেন।

অনেকে পছন্দের প্যাকেজে বুকিংও দিয়েছেন।

ক্যাপটেইন হলিডেস লিমিটেডের এক্সিকিউটিভ পার্থ দেবনাথ বলেন, এবারের মেলা বেশ জমেছে। ঈদের আগে হওয়ায় পযর্টকরা ঈদের ছুটিতে বেড়াতে যেতে পারবেন। ‌এখনই পছন্দের প্যাকেজে বুকিং দিচ্ছেন। আমাদের কোম্পানি আফ্রিকা, ইউরোপে পযর্টকদের বেড়াতে নিয়ে যায়। মেলা উপলক্ষে ইউরোপ কম্বো প্যাকেজ এনেছে। এই প্যাকেজের মাধ্যমে পর্যটকরা সাড়ে তিন লাখ টাকার বিনিময়ে স্পেনের মাদ্রিদ ও বার্সোলোনা, ফ্রান্সের প্যারিস, বেলজিয়ামের ব্রার্সেলস ও নেদারল্যান্ডসের আমস্টারডামে ১৩ দিন ১২ রাত কাটাতে পারবেন।
 
মেলার দুই দিনে এই প্যাকেজের তিনটি বুকিং হয়েছে। ঈদের ৩য় দিন প্রথম ফ্লাইট ইউরোপের উদ্দেশে রওনা হবে বলেও জানান পার্থ দেবনাথ।
 
ট্রাভেল মার্টে এসেছেন আনিসুর রহমান। তিনি বাংলানিউজকে বলেন, এবারের ঈদের ছুটিতে থাইল্যান্ডে যাওয়ার ইচ্ছা আছে। তাই আসলাম মেলায় কী কী প্যাকেজ রয়েছে দেখতে। তবে মেলায় ফ্যামিলি প্যাকেজ খুবই কম, সিঙ্গেল প্যাকেজ বেশি বলেও জানান তিনি।

মেলায় অংশ নেওয়া ইউ‌এস-বাংলা, রিজেন্ট এয়ারওয়েজ এবং হ্যানিমন ট্রাভেলস, গ্রিন হিলস হলিডেস সহ বিভিন্ন পযর্টন সংশ্লিষ্ট সংস্থা ভ্রমণে ফ্রি ভিসা, ফ্রি বুকিং, টিকিটে ছাড়সহ দুই দিন থেকে ১৫ দিনের প্যাকেজ নিয়ে এসেছে।

এবারের ট্রাভেল মার্টে স্বাগতিক বাংলাদেশসহ বিভিন্ন দেশের ৫০টির বেশি সংস্থা অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে ট্রাভেল এজেন্সি, এয়ারলাইন্স, ট্রাভেল ও ট্যুর অপারেটর, হোটেল ও রিসোর্ট, পর্যটন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান, অনলাইন বুকিং পোর্টাল সহ পর্যটন সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান।

তিন দিনব্যাপী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে ১ এ‌প্রিল পর্যন্ত এই ট্রাভেল মার্ট। প্রবেশ মূল্য জনপ্রতি ৩০ টাকা। এছাড়া ১ এ‌প্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় র‌্যাফেল ড্রয়ের ব্যবস্থা রয়েছে। র‌্যাফেল ড্রয়ে বিজয়ীদের দেশ-বিদেশের বিভিন্ন গন্তব্যের এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, তারকা হোটেলে রা‌ত্রিযাপন, লাঞ্চ ও ডিনার কুপনসহ বিভিন্ন পুরস্কার থাকবে।

** ৩৩ হাজার টাকায় ঘুরে আসুন হিমালয়ের দেশ নেপাল

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৮
এমসি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।