শুক্রবার (৩১ মার্চ) দুপুরে সদর উপজেলার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মো. জামাল হোসন বাবু ঢাকার রায়েরবাগ এলাকার বাসিন্দা।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর মন্টু বিশ্বাস বাংলানিউজকে জানান, দুপুরে উপজেলার মিরকাদিম লঞ্চঘাট এলাকায় একটি ট্রলার ডুবে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘণ্টাব্যাপী নদীতে তল্লাশি করে গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে। পরে বিকেলে জামালের মরদেহ উদ্ধার করা হয়।
জামালের মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি