আটকরা হলেন- বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া এলাকার মো. হানিফ সরদার (৪৫), মো. রুবেল শেখ (১৮) ও মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া এলাকার মো. আ. মান্নান মোল্লা (৫০)।
শুক্রবার (৩১ মার্চ) বিকেলে আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে প্রত্যেককে ৪ হাজার টাকা করে অর্থদণ্ড দেন আদালত।
র্যাবের সহকারী পরিচালক মো. হাছান আলী বিষয়টি বাংলানিউজকে জানান।
জেলা মৎস্য অফিসের কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে জানান, বরিশাল সদরের নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) মো. নাজমুল হুসেইন খান পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটকদের প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন।
এদিকে উদ্ধার করা জাটকা বরিশাল জেলার সদর থানার বিভিন্ন মাদ্রাসা, বোডিং, এতিমখানা, শিশু সদন এবং গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হয়।
এর আগে, বিকেল সাড়ে ৩টায় সদর উপজেলার তালতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমএস/আরআইএস/এএ