ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সিংড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ২ বখাটে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
সিংড়ায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের ঘটনায় ২ বখাটে আটক

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় বাকপ্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের ঘটনায় রাসেল হোসেন (১৭) ও রমিজুল ইসলাম (১৫) নামে দুই বখাটেকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) বিকেল তিনটার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধর্ষণের শিকার হয় শিশুটি।

বর্তমানে শিশুটি নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
আটক রাসেল উপজেলার বড় আজিমুপর গ্রামের বেলাল হোসেনের ছেলে ও রমিজুল ইসলাম একই গ্রামের এজাহার আলীর ছেলে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শিশুটির বাবা-মা ঢাকার একটি গার্মেন্টস কারখানায় কাজ করায় সে তার নানীর কাছে থাকত।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সন্ধ্যায় শিশুটিকে একা পেয়ে বিস্কুটের লোভ দেখিয়ে পার্শ্ববর্তী বড় আজিমুপর গ্রামের বখাটে রাসেল হোসেন ও রমিজুল ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করে।

এসময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে গেলে বখাটেরা পালিয়ে যায়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাকে নাটোর সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনাটি ধামাচাপা দিতে বৃহস্পতিবার রাতভর চলে দেনদরবার। শুক্রবার দুপুরের দিকে বিষয়টি জানাজানি হয়।

ওসি জানান, খবর পেয়ে  বিকেল তিনটার দিকে অভিযান চালিয়ে বখাটে দুই যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ৩১ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।