শুক্রবার (৩১ মার্চ) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে মাদক ও জঙ্গি বিরোধী কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রশিদুল হক বলেন, নিজ নিজ বাসার ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য নিশ্চিত হয়ে ভাড়া দিন।
লালমনিরহাট পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী লাল, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি