ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কারও আচরণে সন্দেহ হলে পুলিশে খবর দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
কারও আচরণে সন্দেহ হলে পুলিশে খবর দিন কারও আচরণে সন্দেহ হলে পুলিশে খবর দিন

লালমনিরহাট: পাড়া মহল্লা বা গ্রামবাসীর কারও আচরণে সন্দেহ হলে দ্রুত পুলিশে খবর দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে লালমনিরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে মাদক ও জঙ্গি বিরোধী কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
 
রশিদুল হক বলেন, নিজ নিজ বাসার ভাড়াটিয়াদের সম্পর্কে তথ্য নিশ্চিত হয়ে ভাড়া দিন।

সন্দেহ হলে দ্রুত পুলিশকে খবর দিয়ে সহায়তার করুন। জঙ্গিরা ভুল তথ্য দিয়ে বাসা ভাড়া নেওয়ার চেষ্টা করতে পারে। সে ব্যাপারে সবাইকে সজাগ থাকাতে হবে।

লালমনিরহাট পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সিরাজুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসিরুদ্দিন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) হোসেন শহীদ সোহরাওয়ার্দী, পরিবহন সেক্টর কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী লাল, সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।