ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

সাহস থাকলে ২০১৯ সালের নির্বাচনে আসুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
সাহস থাকলে ২০১৯ সালের নির্বাচনে আসুন বক্তব্য রাখছেন স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ না‌সিম। ছবি: বাংলানিউজ

খুলনা: স্বাস্থ্য ও প‌রিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ না‌সিম বলেছেন, ২০১৯ সালের নির্বাচনই হবে আসল নির্বাচন। সাহস থাকলে মাঠে থাকুন, ওই সময়ের নির্বাচনে অংশগ্রহণ করুন।

শুক্রবার (৩০ মার্চ) বিকেলে ডুমুরিয়া উপজেলার চুকনগর বধ্যভূমিতে খুলনা জেলা ১৪ দল আয়োজিত ‘১৯৭১ সালের গণহত্যার স্মরণসভায়’ এ সব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি-জামায়াতচক্র এ দেশে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে।

ইসলামের নামে তারা জঙ্গিবাদ সৃষ্টি করে গুলশানে বিদেশিদের হত্যা ও শোলাকিয়ায় ঈদের জামাতে হামলা করেছিল। এখনও তারা বসে নেই। খালেদা জিয়া খলনায়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।
 
তিনি আরও বলেন, ১৯৭১ সালের ২০ মে চুকনগরে যে গণহত্যা হয়েছিল, তা ইতিহাসের এক বর্বরতম গণহত্যার ঘটনা। বিএনপি-জামায়াতচক্র এ দেশে এখনো সেই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিএনপি-জামায়াতকে হঠাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচনে বিজয়ী হতে না পারলে ৭১’র দোসররা আবার চুকনগরের বধ্যভূমির মতো গণহত্যা চালাবে।

মন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি পূরণ হয়েছে। কৃষকদের এখন বুকের রক্ত দিয়ে আর সার নিতে হয় না। বছরের শুরুতেই শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে।

খুলনায় ১৪ দলের সমন্বয়ক ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান এমপির সভাপত্বিতে সভায় বক্তব্য রাখেন, নৌপরিবহন মন্ত্রী মো. শাহজাহান খান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাসদের আহবায়ক রেজাউল রশিদ খান প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- চুকনগর বধ্যভূমি স্মৃতি পরিষদের সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা গাজী আব্দুল হাদী।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমআরএম/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।