শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় ফুলতলা বাজার ব্যবসায়ী সমিতি এ সমাবেশের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী।
তিনি বলেন, দেশকে জঙ্গিবাদের অভিশাপ থেকে মুক্ত করতে সবাইকে সচেতন হতে হবে। বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে প্রশাসনের মাধ্যমে সরবরাহকৃত তথ্য ফরম সঠিকভাবে পূরণ করে নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান তিনি।
এ সময় ব্যবসায়ী সমিতি সভাপতি মো. নাদিম প্রামানিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- এমএ রশিদ মামুন, আমিনুর রহমান, আব্দুর রহমান ও ডা. আবু মুসা প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমবিএইচ/এসআরএস/এমজেএফ