শাবিপ্রবি পরিসংখ্যান বিভাগের পুনর্মিলনী শুরু। ছবি: বাংলানিউজ
সিলেট (শাবিপ্রবি): উৎসবমুখর পরিবেশে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে পরিসংখ্যান বিভাগের ১ম পুনর্মিলনী।
শুক্রবার (৩১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুই দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূঁইয়া।
সিলেটে টানা দুই দিনব্যাপী ভারী বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষক শিক্ষার্থীরা পুনর্মিলনীতে অংশ নেন।
উৎসবে আলোচনা সভা, স্মৃতিচারণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, অ্যালামনাই গঠন এবং মেঘদলের কনসার্টের আয়োজন করা হয়েছে।
বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আহমেদ কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক কবির হোসেন, অধ্যাপক তাজ উদ্দিন আহমদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরআইএস/এমজেএফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।