শুক্রবার (৩১ মার্চ) রাজধানীর বাংলা একাডেমির প্রাঙ্গণে ইনোভেশন অ্যান্ড ইনকিউভেশন সেন্টার ফর এন্টারপ্রাইজেস (আইআইসিই) আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ ফ্লাওয়ার ফেস্ট ২০১৭' তে গিয়ে এমন দৃশ্য দেখা যায়।
বিকেল ৩টার পর থেকেই দলবেধে দর্শনার্থীরা ফ্লাওয়ার ফেস্টে আসতে থাকেন।
![ফুলপ্রেমিদের পদচারণায় মুখরিত ফ্লাওয়ার ফেস্ট-ছবি: সুমন শেখ](http://www.banglanews24.com/media/imgAll/2016October/bg/flower-fest-bg20170331222624.jpg)
ফেস্টে আগত কয়েকজন দর্শনার্থীর সঙ্গে কথা বলে জনা যায়, যানজট ও কোলাহলপূর্ণ রাজধানীতে এমন একটি আয়োজন তাদের মনকে পুলকিত করছে। চেনা অচেনা অনেক ফুলই তারা নিজেদের জন্য ও প্রিয় মানুষটির জন্য কিনছেন। কেউবা কিনেছেন লাল গোলাপ, রজনীগন্ধা আবার কেউবা কিনেছেন নন্দিনী ফুল।
রাজধানীর আজিমপুরের বাসিন্দা দুই তরুণী পাপিয়া ও জাকিয়া বাংলানিজকে বলেন, ফ্লাওয়ার ফেস্টে এসে এতো ফুল একসঙ্গে দেখে অনেক ভালো লাগছে। আমরা দু'জনেই গোলাপ ফুল ও আর একটি করে অর্কিড ফুলের চারা কিনেছি। তাছাড়া মেলায় এসে আমরা অনেক অচেনা ফুলের সঙ্গে পরিচিত হতে পেরেও ভালো লাগছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রী আয়েশা আক্তার বাংলানিউজকে বলেন, ফেস্টে এসে চেনা অচানা অনেক প্রজাতির ফুলের সঙ্গে সেলফি তুলে অনেক ভালো লাগছে। আসলে রাজধানীতে এমন একটি আয়োজন ফুলপ্রেমীদের জন্য একটি চমৎকার আয়োজন। আর বেশি দর্শনার্থী আগমনে খুশি ফেস্টে অংশগ্রহণ করা ফুল ব্যবসায়ীরা। তাদের কয়েক জনের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসায়ীরা ফেস্টে এসে দর্শনার্থীদের এতো সাড়া পাবেন তা ভাবতে পারেননি। দর্শনার্থীদের এমন সাড়া তারা অনেক খুশি।
ফ্লাওয়ার ফেস্টে অংশগ্রহণ করা উত্তরা রোজ গার্ডেন স্টলের কর্ণধার মো. আলতাফ হোসেন বাংলানিউজকে বলেন, ফ্লাওয়ার ফেস্টে এসে আমরা অনেক ভালো সাড়া পেয়েছি। প্রথম ভেবেছিলাম শুধু প্রদর্শনী হবে। কিন্তু দর্শনার্থীদে প্রচুর সাড়ায় কেনাবেচাও অনেক ভালো হয়েছে।
ফেস্টে কেনাবেচা ও দর্শনার্থী আগমনে চুয়াডাঙ্গা ফুল ঘরের কর্ণধার মো. আলম মিয়া খুশি হলেও অসন্তুষ্টি প্রকাশ করছেন ফেস্টের সময়।
তিনি বলেন, মেলায় সব ঠিক আছে কিন্তু সময় মাত্র তিন দিন! এমন একটি আয়োজনের সময় অন্তত সাত দিন হওয়া উচিৎ। আমি আয়োজকদের কাছে আবেদন জানাচ্ছি তারা যেন আগামী বছর মেলার সময় আরও বাড়ান।
আয়োজকদের সূত্রে জানা যায়, দ্বিতীয় বারে মতো আয়োজিত ফ্লাওয়ার ফেস্টে এক হাজারেরও বেশি ফুলে প্রদর্শনী হচ্ছে। তাছাড়া আয়োজন করা হয়েছে ফুলের ফ্যাশন শো ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
ফ্লাওয়ার ফেস্টে আয়োজন সম্পর্কে আইআইসিইর গণমাধ্যম সমন্বয়ক আব্দুল্লাহ হাসান বাংলানিউজকে বলেন, দেশীয় ফুলবাজারকে আরও প্রসারিত করা। বাংলাদেশে ফুল চাষের ক্ষেত্রে অপার সম্ভাবনা রয়েছে। আমরা চায় ফ্লাওয়ার ফেস্টের মতো আয়োজন করে দেশীয় ফুল বাজারকে আরও এগিয়ে নিতে।
আগামী বছরের ফ্লাওয়ার ফেস্টের সময় বাড়ানোর পরিকল্পনাও তাদের তয়েছে বলে তিনি জানিয়েছেন।
৩০ মার্চ থেকে শুরু হওয়া এই ফ্লাওয়ার ফেস্ট শেষ হবে শনিবার (০১ এপ্রিল)। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফ্লাওয়ার ফেস্ট উন্মুক্ত থাকে দর্শনার্থীদের জন্য।
বাংলাদেশ সময়: ২২২৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এমএ/এএটি/এসএইচ