ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

চান্দিনায় নিখোঁজ হওয়ার দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
চান্দিনায় নিখোঁজ হওয়ার দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর ইয়াসমিন আক্তার (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার জোয়াগ ইউনিয়নের আমলকি গ্রামের এক বাগান থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিশু ইয়াসমিন একই ইউনিয়নের কৈলাইন গ্রামের নির্মাণ শ্রমিক ইয়াসিন হোসেনের মেয়ে।

নিহতের মা হাসিনা বেগম বাংলানিউজকে জানান, গত ২৯ মার্চ বিকেল ৪টার পর থেকে আমার বড় মেয়ে ইয়াসমিনকে খুঁজে পা‍চ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও তার সন্ধান না পেয়ে থানায় বিষয়টি জানাই। স্থানীয় যুবকরা আমাদের বাড়ি সংলগ্ন হাসান মিয়ার বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে খবর দেন।

খবর পেয়ে কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার মহিদুল ইসলামসহ চান্দিনা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা বাংলানিউজকে জানান, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কিনা তা এখনও নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে মামলা দায়ের করছেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরআইএস/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।