শুক্রবার (৩১ মার্চ) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বড় কমলদহ ডাকঘর এলাকায় শাহ্ সূফী নূর আহাম্মদ (র.) দাখিল মাদরাসা ও হেফজখানার ৫ তলা বিশিষ্ট প্রস্তাবিত কামিল মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধনকালে এ সব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘পৃথিবীতে অনেকগুলো ধর্ম আছে, সবগুলোর মধ্যে আমাদের ধর্মটি নিঃসন্দেহে আধুনিক ধর্ম।
কোরআন শিক্ষায় গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ছোটবেলায় কোরআন শিক্ষার বয়স। এ বয়সে কোরআন শিক্ষা খুব প্রয়োজন। এ বয়সে যারা কোরআন পড়বে তারা কোনোদিনও কোরআন ভুলবে না।
উপজেলার ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপুর উপস্থাপনায় ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ, কাইয়ুম নিজামী, উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ সামছুল হুদা ভূঁইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার আবুল হাশিম, ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও রংধনু ফিলিং স্টেশনের পরিচালক মো. আশরাফ উদ্দিন, মাদ্রাসার অধ্যক্ষ এম এ কাশেম, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল কামাল মিঠু প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসএইচডি/আরআইএস/আরআই