ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে ছেলের হাতে বাবা খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
ফেনীতে ছেলের হাতে বাবা খুন

ফেনী: ফেনীতে ছেলে মোহাম্মদ ইউসুফের (২৫) হাতে খুন হয়েছেন আবদুল কাদের (৫০) নামে এক হতভাগ্য বাবা। ঘটনার পর স্থানীয়রা আটক করে ঘাতক ছেলেকে পুলিশের হাতে সোপর্দ করেছে।

শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় ফেনী পৌর শহরের সহদেবপুর এলাকার সামছু মিয়ার কলোনিতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত আবদুল কাদেরের গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে।

তারা শহরের ওই কলোনিতে দীর্ঘদিন ধরে ভাড়ায় বসবাস করে করছেন। নিহতের ছেলে মোহাম্মদ ইউসুফ মাদকসক্ত। এলাকাবসী জানান বাবা ছেলে প্রায়ই বিভিন্ন বিষয়ে নিয়ে ঝগড়া করতো। ঝগড়ার স‍ূত্র ধরেই খুনের ঘটনা ঘটেছে বলে মনে করছেন এলাকাবাসী।

ফেনী মডেল থানার পরিদর্শক (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্থানীয়রা জানায় পারিবারিক বিরোধের জের ধরে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।

আবদুল কাদেরের মরদেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময় ২২৪৭ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এসএইচডি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।