ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কেঁদেছে জারিফ, কাঁদিয়েছে সবাইকে

রীনা আকতার তুলি, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
কেঁদেছে জারিফ, কাঁদিয়েছে সবাইকে কর্নেল আজাদের ছেলে জারিফ ছবি-জি এম মুজিবুর

ঢাকা: কাঁদছে শিশু জারিফ। তার সঙ্গে কাঁদছেন উপস্থিত সবাই। বাবার অনুপস্থিতি টের পেয়ে ‘আব্বু, আব্বু’ বলে ডেকে যাচ্ছে বিরামহীনভাবে। তাকে সামলাতে কেউ বুকে নিতে চাইছেন, কেউ চোখের জল সংবরণের চেষ্টা করছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহল’র বিস্ফোরণে নিহত র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের দ্বিতীয় জানাজার সময় তার বড় ছেলে জারিফের এ কান্না যেন সবার কান্না হয়ে দাঁড়ায়। ​ বাবার কফিন দেখে বিলাপ করে জারিফ।

জানাজার সময়ও কফিনের পাশে অপলক দৃষ্টিতে দাঁড়িয়ে বিলাপ করতে থাকে বারো বছরের শিশুটি।  

জানাজার পরে লেফটেন্যান্ট কর্নেল আজাদের জন্য সবার কাছে দোয়া চ‍ান আজাদের ভাই ইউসুফ হাসান হিমেল।  শুক্রবার (৩১ মার্চ) বিকেলে র‌্যাব সদর দফতরে আজাদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এসময় আজাদকে রাষ্ট্রীয় সম্মান দেওয়া হয়।

এসময় তিনি বলেন, আজাদ কর্মজীবনের সবচেয়ে বেশি সময় কাটিয়েছে র‌্যাব সদর দফতরে। দায়িত্ব পালন করতে গিয়ে আমার ভাই শহীদ হলো। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে।

র‌্যাবের মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানূর রহমান বাংলানিউজকে বলেন, আজাদের পরিবারকে সান্তনা দেওয়ার ভাষা আমাদের জানা নেই। আমরা নিজেদেরই সামলাতে পারছি না।

জানাজায় উপস্থিত তার পরিবারের সদস্যরা জানান, কর্নেল আজাদ দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

সিলেটের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় ‘আতিয়া মহলে’ জঙ্গিবিরোধী অভিযানের সময় গত ২৫ মার্চ রাতে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন আজাদ। পরে আহত আজাদকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাতেই তার মাথায় বেশ কয়েকটি সার্জারি করা হয়। এরপর হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তাকে নিয়ে আসা হয়।

অবস্থার উন্নতি না হলে গত ২৬ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

গত ২৯ মার্চ আজাদকে লাইফ সাপোর্টে রাখা অবস্থাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরত পাঠানো হয়। পরে বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টা ৫ মিনিটের দিকে সিএমএইচ-এ চিকিৎসাধীন অবস্থায় কর্নেল আজাদের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১৪১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
আরএটি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।