ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

শনাক্ত হয়নি রাজধানীর ২ আত্মঘাতী ও ১ হামলাকারী

শেখ জাহাঙ্গীর আলম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
শনাক্ত হয়নি রাজধানীর ২ আত্মঘাতী ও ১ হামলাকারী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা:  গত দুই সপ্তাহে রাজধানীর আশকোনায় দুই আত্মঘাতী এবং খিলগাঁওয়ে হামলার চেষ্টাকালে র‌্যাবের গুলিতে নিহত আরেক সন্ত্রাসীর কোনও পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। এদের মধ্যে একজন র্যাব ক্যাম্পে ঢুকে পড়ার চেষ্টাকালে আত্মঘাতী বিস্ফোরণ ঘটান, অপরজন র্যাব চেকপোস্টে ধরা পড়লে পালানোর সময় গুলিবিদ্ধ হন, আর তৃতীয়জন রাজধানীর প্রধান একটি সড়কের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় সঙ্গে থাকা ব্যাগে হঠাৎ বোমার বিস্ফোরণ ঘটলে নিহত হন।   

প্রথম ঘটনার পর প্রায় দুই সপ্তাহ পার হলেও এখনো কোনও কিনারা করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিহত তিন জনের মধ্যে কারো পরিচয়ই জানা যায়নি।

হামলার ধরন দেখে প্রাথমিকভাবে এদের তিনজনকেই জঙ্গি সন্দেহ করে এগুচ্ছে র‌্যাব। তবে  জানা যায়নি হামলাকারীরা কোন সংগঠনের। তবে এ লক্ষ্যে কাজ চলছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। নিহত হামলাকারীদের সহযোগীদের খুঁজে বের করতেও চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তারা।

গত ২৪ মার্চ (শুক্রবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে রাজধানীর আশকোনা সংলগ্ন উত্তরা সড়কের গোলচত্বরে উত্তরা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ ঘটলে এক যুবক নিহত হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বাদি হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে সন্ত্রাস বিরোধী আইনে মামলাটি দায়ের করে।

পুলিশ বলছে, বোমা বহনকারী ব্যক্তিটির বয়স আনুমানিক ৩০-৩২ বছর। ঘটনার সময় ওই যুবক তিনটি বোমা বহন করছিলো। তার দুটি বোমা শরীরে বেধে এবং একটি বোমা ট্রলি ব্যাগে করে নিয়ে যাচ্ছিল।

ওই ঘটনাকে কোনো হামলা হিসেবে চিহ্নিত না করে স্রেফ বোমার বিস্ফোরণ বলে জানায় পুলশ। ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া তখন বলেন,  অজ্ঞাত এই যুবক পুলিশ সদস্যদের দেখলে অতি সতর্কতাবসত তার সঙ্গে থাকা বোমার বিষ্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

তবে তখন ডিএমপি কমিশনার বলেন, এই ব্যক্তি যেই হোক, বোমা বহন করছিলেন, এবং নিঃসন্দেহে সে সন্ত্রাসী চক্রে জড়িত। তার পরিচয় খুঁজে বের করা হবে।

এরপর এক সপ্তাহ পার হলেও হামলাকারী সম্পর্কে কোনও তথ্য পুলিশের কাছে নেই। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আযম মিয়া বাংলানিউজকে বলেন, এই ঘটনায় বোমা বহনকারীর কোনো পরিচয় এখনও পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

এর এক সপ্তাহ আগে ১৭ মার্চ শুক্রবার উত্তরার আশকোনায় র্যাব ফোর্সেস ব্যারাকের (প্রস্তাবিত র্যা ব সদর দপ্তর) ভেতরে আত্মঘাতী বোমা বিস্ফোরণে এক যুবক নিহত হয়। এই হামলাকারী তার নিজ শরীরে বোমা বহন করে ক্যাম্পের ভেতরে ঢুকতে চেষ্টা করছিলো। দেয়াল টপকানোর সময় তার পেটে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটে, আর তাতে তার নিজের শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। এতে দুইজন র্যাব সদস্য আহত হন।

ঘটনার দিন রাতেই রাজধানীর বিমানবন্দর থানায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে র‌্যাব। মামলায় উল্লেখ করা হয়েছে, আত্মঘাতী বিস্ফোরণের সময় বাইরে ৭-৮ ব্যক্তি অবস্থান করছিল। বিস্ফোরণের পর তারা সেখান থেকে পালিয়ে যায়।

এ ঘটনার এক সপ্তাহেও হামলাকারীর কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয় র্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বাংলানিউজকে বলেন, নিহত ওই যুবকের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। পাশাপাশি এই ঘটনার কারণ ও হামলাকারী কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত সে বিষয়টি খুঁজে বের করার চেষ্টাও চলছে।

মামলাটি র্যাব তদন্ত করছে বলেও জানান তিনি।

আশকোনায় র্যাব ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলার ঠিক পরের দিন (শনিবার, ১৮ মার্চ) ভোরে রাজধানীর খিলগাঁওয়ের শেখের জায়গা এলাকায় র‌্যাবের চেকপোস্টে হামলার চেষ্টা চালায় এক মোটরসাইকেল আরোহী। এ সময় র্যাবের গুলিতে ঘটনাস্থলেই মারা যায় ওই যুবক সন্ত্রাসী।

ওই হামলায় তিন সন্ত্রাসী ছিলো এমন দাবি করে র‌্যাব বলছে, পেছন থেকে আসা অন্য মোটরসাইকেলে আরো দুইজন কৌশলে পালিয়ে যায়। নিহত ওই যুবকের সঙ্গে থাকা ব্যাগ থেকে বেশ কিছু বোমা উদ্ধার করা হয়। এই ঘটনায়ও র্যাবের দুই সদস্য আহত হন। ঘটনার পর ওই দিন (শনিবার, ১৮ মার্চ) রাতে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেনেন্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বাংলানিউজকে বলেন, সার্বিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা নিহত জঙ্গি ও তার সহযোগীদের পরিচয় খুঁজে বের করার চেষ্টা করছি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৭
এসজেএ/এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।