শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় মহানগরীর শিববাড়ি মোড়ে রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের খুলনা শাখার উদ্যোগে কেডিএ ভবনের হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের খুলনা শাখা ব্যবস্থাপক উজ্জল কৃষ্ণ সাহার সভাপতিত্বে সেমিনারে আলোচনা করেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের সিনিয়র রিসার্চ এনালিস্ট আকরামুল আলম, সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের এসিস্ট্যান্ট ম্যানেজার দীপঙ্কর বনিক, সফটওয়্যার ইঞ্জিনিয়ার মো. পারভেজ বেপারী, সিনিয়র এক্সিকিউটিভ মনিরুজ্জামান তালুকদার ও কুদ্দুস মিয়া এবং কমপ্লাইন্স অফিসার রুবায়েতুল ইসলাম।
সেমিনারে বক্তারা বিনিয়োগের উপযুক্ত সময় ও সংকটকালীন মুহূর্তে করণীয় সম্পর্কে ধারণা দেন।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমআরএম/আরআর