ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মাদক ছেড়ে আলোর পথে মাদকসেবীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
ঝালকাঠিতে মাদক ছেড়ে আলোর পথে মাদকসেবীরা ঝালকাঠিতে মাদক ছেড়ে আলোর পথে মাদকসেবীরা

ঝালকাঠি: ঝালকাঠিতে ২৫ জন মাদকসেবী মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে মাদক ছেড়ে আসা উপলক্ষে ঝালকাঠি সদর থানা চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠির পুলিশ সুপার (এসপি) মো. জোবায়েদুর রহমান বলেন, যারা মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দিয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দিয়ে কর্মক্ষম হিসেবে গড়ে তুলে বিনাসুদে ঋণ দিয়ে ব্যবসা বাণিজ্যে সহযোগিতা করা হবে। তাদের কার্যক্রম মনিটরিং করা হবে।

পুলিশের পক্ষ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলা হয়, সমাজে যে সকল প্রতিষ্ঠিত প্রভাবশালী ব্যক্তি মাদক বিক্রেতাদের অর্থ দিয়ে সহযোগিতা করছে বা মদদ দিচ্ছে সেটা বন্দ না করলে তাদেরকে খুব শিগগিরই কারাগারে পাঠানো হবে।

সমাবেশে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক সেবীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- ঝালকাঠি পৌরসভার মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রকিব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহামুদ হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মান্নান রসুল, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, জেলা যুব উন্নয়ন অধিদফতরে উপ-পরিচালক মো. মিজানুর রহমান এবং মাদকত্যাগী আব্দুস শুক্কুর খাঁ ও লিটন জমাদ্দার প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৩০৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমএস/এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।