শুক্রবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার কাইতং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজন হলেন- টুয়াখালি জেলার বাউফল উপজেলার মুজিবুর রহমান (৩৮)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পাহাড়ি আঁকা-বাঁকা পথে অতিরিক্ত কাঠ বোঝাই একটি ট্রাক থানচি সদর থেকে রওনা হয়ে কাইতং পাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই শ্রমিক ঘটনাস্থলেই কাঠ চাপা পড়ে নিহত হন। পরে স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে থানচি স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।
থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
জিপি/