সাভার
সাভার (ঢাকা): সাভারে বাসচাপায় অজ্ঞাতপরিচয় দুই বাইসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ মার্চ) রাতে সাভারের আমিন বাজার এলাকায় সালেহপুর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পথচারীরা জানায়, ওই দুই যুবক বাইসাইকেলে করে আমিন বাজারের দিকে যাচ্ছিলো।
এ সময় পেছন থেকে আসা রাজধানী পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়। আহত অবস্থায় অপর যুবককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার আমিন বাজার পুলিশ ফাঁড়ি ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাসেদ বাংলানিউজকে জানান, নিহত দুই যুবকে পরিচয় জানার চেষ্টা চলচ্ছে। এছাড়া ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
এই ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০৪০৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসজে/জিপি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।