ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিপিএটিসি’র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বিপিএটিসি’র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত বিপিএটিসি’র প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত

সাভার (ঢাকা): ‘এসো মিলি প্রাণের ঐকতানে, ফিরে যাই কৈশোরে’ এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ লোক প্রসাশন প্রশিক্ষণ কেন্দ্রে (বিপিএটিসি) প্রথম পুনর্মিলনী-২০১৭ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) বাংলাদেশ লোক প্রসাশন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মাঠ প্রাঙ্গণে এ উপলক্ষে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর ৩৪ বছরে প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি সুনাগরিক তৈরিতে কাজ করে যাচ্ছে।

পুনর্মিলনীতে স্কুল ব্যাচ-১৯৯২ এর শিক্ষার্থী ডা. ফরিদা হক বলেন, এ যেন এক বিশাল মিলন মেলা। খুব ভালো লাগছে এখানে এসে। সবাই একসঙ্গে সময় কাটাতে পেরে অনেক ভালো লাগছে। এছাড়া হাসি, আড্ডা, গান আর নাচে জমজমাট হয়ে ওঠে বিপিএটিসি’র সমগ্র এলাকা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা ১৯ আসনের সাংসদ ডা. এনামুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জায়েদুল হক মোল্লা এম ডি এস (বিপিএটিসি), বনিক গৌড় সুন্দর এম ডি এস (বিপিএটিসি), আব্দুর রাজ্জাক (পরিচালক প্রশাসন)।

সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করেন কন্ঠ শিল্পী তাহসান, আব্দুল আলিমের ছেলে জহির আলীম।

বাংলাদেশ সময়: ০৭৩৮ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসজে/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।