এর আগে শুক্রবার সন্ধ্যায় শনিবার সকাল পর্যন্ত অভিযান বন্ধ রাখার ঘোষণা আসে। আলো স্বল্পতার কথা বলে এদিনের মতো অপরেশন ‘ম্যাক্সিমাস’ স্থগিতের ঘোষণা দেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
তবে সেই ঘোষণার ঘণ্টা না পেরুতেই বিকট শব্দে তিনটি বিস্ফোরণ ঘটে জঙ্গি আস্তানার ভেতরে। তখন ফের সক্রিয়া হন অভিযানকারীরা। বিস্ফোরণের জবাবে সোয়াট, সিআরটি ও কাউন্টার টেরেরিজম ইউনিটের সদস্যরা আস্তানা লক্ষ্য করে মহুর্মুহু গুলি ছোড়ে।
সন্ধ্যায় ব্রিফিংয়ে সাংবাদিকদের মনিরুল আরও জানিয়েছেন, ওই বাড়িটিতে অনেকগুলো কামরা রয়েছে এবং আরেকটি ভবন নির্মাণাধীন। এ কারণে অভিযান আজ সমাপ্ত করা যাচ্ছে না। শনিবার সকালে আবহাওয়া ভালো থাকলে পুনরায় অভিযান চলবে।
সে অনুযায়ী শনিবার সকালেই আস্তানায় ঢুকে পড়েছেন সোয়াট টিমের সদস্যরা।
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০১৭
এএ/এমজেএফ