মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে মাথাভাঙ্গা নদীর পাড়ে অভিযান চালিয়ে ভারত থেকে পাচার করে আনা ১৬ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাত ৩টার দিকে কাজীপুর কোম্পানি কমান্ডার সুবেদার মো. মন্তাজ আলীর নেতৃত্বে বিজিবির একটি দল এ অভিযান চালায়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আ ন ম নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।