শনিবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জঙ্গি আস্তানায় বোমা দুটি নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়।
শুক্রবার (৩১ মার্চ) ওই জঙ্গি আস্তানায় অপারেশন স্ট্রাইক আউট সম্পন্ন হয়।
এর আগে বুধবার (২৯ মার্চ) আস্তানাটি শনাক্ত হওয়ার পর বিকেল ৪টায় জঙ্গি দুজনের বসবাসরত সম্ভাব্য কক্ষে পুলিশ তালা ঝুলিয়ে দেয়। ওই দিন সন্ধ্যা পৌনে ৭ টায় মালিকের ছোট ভাই সাদ্দাম হোসেনকে (৩০) সন্দেহজনকভাবে আটক করা হয়।
এরপর সন্ধ্যা হয়ে যাওয়ায় এবং নির্বাচনের কারণে অভিযান ওই দিন ও পরের দিন ৩০ মার্চ অভিযান বন্ধ রাখা হয়। বাড়িটি ঘিরে রাখে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা। শুক্রবার বেলা সোয়া ১১টায় ‘অপারেশন স্ট্রাইক আউট’ শুরু হয়।
অভিযান শুরুর আগে ওই আস্তানার আশেপাশের প্রায় ২ বর্গ কি.মি. এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপালী মন্ডলের নির্দেশে মাইকিং করে জঙ্গি আস্তানায় অভিযানের বিষয়ে স্থানীয়দের সতর্ক করা হয়।
এ অভিযানে সোয়াট টিমের দায়িত্ব পালন করেন এডিসি সাইম ও এডিসি আনোয়ার। অভিযানের শুরুতে প্রথমে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। পরে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় অনুসন্ধান চালানো হয়। পরে নিচ তলার একটি কক্ষে দু’টো ট্রলিতে ৫ কেজি করে দুটি বোমা, আলাদা একটা ব্যাগে ৪টি গ্রেনেড ও ২টি সুইসাইডাল ভেস্ট পাওয়া যায়। অভিযান বিকেল সোয়া ৪ টার দিকে শেষ হয়। অভিযানকালে ওই আস্তানা লক্ষ্য করে শতাধিক রাউন্ড টিয়ার শেল ও বুলেট ছুড়েছে কাউন্টার টেররিজম, সোয়াট ও র্যাব-পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী।
এ আস্তানায় বসবাস করা জঙ্গি আনাস (২০) ও রনি (২২) ৫ মাস আগে থেকে নিখোঁজ ছিলেন। জঙ্গি আনাসের বাড়ি নোয়াখালী জেলায়, আর রনির বাড়ি রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জ হতে পারে বলে ধারণা। এ দুটি নামই তাদের সাংগঠনিক নাম। আইন-শৃঙ্খলা বাহিনী তাদের জঙ্গি দুজনের আস্তানার সন্ধান পেলেও তাদের নাগাল পায়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তাদের ছবি রয়েছে। ছবি দেখে তাদের গ্রেফতাদের চেষ্টা চলছে।
১৫ মার্চ মিরসরাইয়ে থেকে আটক করা দুই জঙ্গিদের কাছ থেকে অর্ধপোড়া একটি মোবাইল ফোন সেট পাওয়া যায়। পরে ওই মোবাইল সেট পুলিশের ফরেনসিক বিভাগে পাঠানো হয়। সেখান থেকে প্রাপ্ত তথ্যে আরও কয়েকজন জঙ্গির সন্ধান পাওয়া যায়। পরে আটক জঙ্গিদের কাছ থেকে আনাস ও রনির ঠিকানা খুঁজে পায় আইন-শৃঙ্খলা বাহিনী।
** ছবি দেখে জঙ্গি আনাস-রনিকে গ্রেপ্তারের চেষ্টা
বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এমজেএফ