ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৭৫ টিয়া আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
বেনাপোল সীমান্তে ৭৫ টিয়া আটক পুটখালী সীমান্ত। ছবি: আজিজুল

বেনাপোল (যশোর):  বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারের সময় ৭৫টি বিদেশি টিয়া পাখি আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোন পাচারকারী আটক হয়নি।

শনিবার (১ এপ্রিল) ভোর ৬টার দিকে বেনাপোল সীমান্তের পুটখালী চরের মাঠ এলাকা থেকে ২১ ব্যাটালিয়নের পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরা এসব  পাখি আটক করেন।

বিজিবি জানায়, তাদের কাছে গোপন খবর আসে, সীমান্ত পথে বিপুল সংখ্যক বিদেশি টিয়া ভারতে পাচার হচ্ছে।

পরে তারা জনবল বৃদ্ধি করে সীমান্তে অভিযান চালায়। এক পর্যায়ে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী চরের মাঠে পাচারকারীদের দেখতে পেয়ে ধাওয়া করা হয়। এসময় তারা এসব টিয়া পাখি ফেলে ভারতের দিকে পালিয়ে যায়।

বেনাপোলের পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার হরে কৃষ্ণ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, আটক করা টিয়া পাখি খুলনা বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হবে। পরবর্তী ব্যবস্থা তারা

বাংলাদেশ সময়ঃ ১০৩৩ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
এজেডএইচ/জেডএম

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।