ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

কৃষকের ৩ গরু পুড়িয়ে মারার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৪ ঘণ্টা, এপ্রিল ১, ২০১৭
কৃষকের ৩ গরু পুড়িয়ে মারার অভিযোগ

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর এলাকার এক কৃষকের গোয়ালঘরে দুর্বৃত্তরা আগুন দিয়ে তিনটি গরু পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩১ মার্চ) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার ঝিনেরপুল পাড়ার কৃষক আজাহার উদ্দীনের বাড়িতে এ নাশকতার ঘটনা ঘটে।  

এসময় আগুন নেভাতে গিয়ে আহত হন গৃহকর্তা আজাহার উদ্দীন (৭০) ও তার ছেলে মদন আলী (৩৫)।

এদের মধ্যে আজাহার উদ্দীন বর্তমানে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আজাহার উদ্দীন বাংলানিউজকে বলেন, রাত আড়াইটার দিকে হঠাৎ গরুগুলো চিৎকার শুরু করলে আমরা সবাই উঠে দেখি গোয়ালঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এসময় আমি ও আমার ছেলে অনেক চেষ্টা করে ছয়টি গরুর মধ্যে তিনটি রক্ষা করতে পেরেছি। কিন্তু আগুনে বাকি তিনটি গরু ঘটনাস্থলেই পুড়ে মারা গেছে। এসময় আহত হই আমি ও আমার ছেলে।  

তার দাবি, শত্রুতামূলকভাবে কেউ তার গরুগুলো পুড়িয়ে হত্যা করেছে।  

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, আগুন লাগার খবর পেয়েছি। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, খবর পেয়ে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোরাদ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সম্প্রতি একই উপজেলার বাহাগুন্দা গ্রামের আনারুল ইসলামের তিনটি গরু পুড়িয়ে দিয়েছিল দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।